রবিবার, ৪ ডিসেম্বর, ২০১১

ঢাবি জিয়া হলে ৪ ছাত্রলীগ কর্মী বহিস্কার

ঢাবি জিয়া হলে ৪ ছাত্রলীগ কর্মী বহিস্কার

হলে বিশৃংখলা সৃষ্টির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে চার ছাত্রলীগ কর্মীকে বহিস্কার করেছে হল কর্তৃপ। একই ঘটনায় তিন জনকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। 04/12/11 রবিবার   সন্ধায় হলের এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিস্কৃত ছাত্ররা হলেন- বোরহান (মার্কেটিং বিভাগ, দ্বিতীয় বর্ষ), আশিকুর রহমান (সমাজবিজ্ঞান, দ্বিতীয় বর্ষ), মাহবুব (ফার্সি, প্রথম বর্ষ) ও সাদ্দাম হোসেন (সংস্কৃত, প্রথম বর্ষ) । এদের প্রত্যেককে ছয় মাসের জন্য বহিস্কার ও ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
কারন দর্শানোর নোটিশপ্রাপ্তদের মধ্যে রয়েছে -রফিকুল ইসলাম (ম্যানেজমেন্ট, দ্বিতীয় বর্ষ), শফিকুল ইসলাম (সমাজবিজ্ঞান, দ্বিতীয় বর্ষ) ও ও আলাউদ্দিন (বিশ্বধর্মতত্ত্ব, প্রথম বর্ষ)।
জানা যায়, রুম দখলকে কেন্দ্র করে কয়েকদিন পূর্বে হলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান  সোহাগের কর্মী বোরহানের নেতৃত্বে ১০-১২জনের একটি গ্র“প হলে ভাংচুর ও কয়েকজন ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।   
হলের প্রাধ্য আ ব ম ফারুক দৈনিক বাংলাবাজার পত্রিকাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হলে বিভিন্ন সময় অপ্রীতিকর ঘটনা ঘটে। কে কোন দলের তা মুখ্য বিষয় নয় হলের নিরাপত্তার স্বার্থে মাঝে মাঝে বহিস্কারের ঘটনা ঘটে।