রবিবার, ২৪ এপ্রিল, ২০১১

আধুনিক বিজ্ঞানের রূপকার ছিলেন সত্যেন্দ্র নাথ



আধুনিক বিজ্ঞানের রূপকার ছিলেন সত্যেন্দ্র নাথ
লিংকন মাহমুদ, ঢাবি প্রতিনিধি
বাংলাদেশ আধুনিক বিজ্ঞান চর্চায় সত্যেন্দ্র নাথ বোস এর ভূমিকা ছিল অপরিহার্য। পরিবর্তন আনতে হবে, কিন্ত সে পরিবর্তনের জোয়ারে বোসের আবিস্কার যেন বিলীন হয়ে না যায়। কারণ দেশের স্বাধীনতা অর্জনে কবি সাহিত্যিকদের সঙ্গে এ বিজ্ঞনীও এগিয়ে এসেছিলেন।
গতকাল রবিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধূরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় আয়োজিত সত্যেন্দ্র নাথ বোসের ১১৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরফিন সিদ্দিকে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে এম সিদ্দিক। বক্তব্য রাখেন (অব:) ঢাবি অধ্যাপক এ এম হারুন অর রশিদ এবং ড. এ এম মুহতাসাম হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউজিসির অধ্যাপক ড. অজয় কুমার রায়।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াফেস ওসমান বলেন, শিক্ষক হিসেবে আমরা ছাত্রদেও কাছ থেকে ও অবিভাবক হিসেবে সন্তানদের কাছ থেকে অনেক সম্মান হারিয়েছি। প্রাত:স্মরনীয় ব্যাক্তিদের স্মরণ করার মাধ্যমে আমরা আমাদেও হারানো সম্মান ফিওে পেতে চাই। এ সময় তিনি সত্যেন্দ্র নাথে আদর্শকে স্মরণ করে। উল্লেখ্য, সত্যেন্দ্র নাথ বোস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে চাকুরীরত ছিলেন। তিনি ১৯৭৪ সালের ৪ ঠা ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। তিনি একাধারে কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্ব ভারতী এবং ভারতে জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন