এবার মানুষের অনুভূতি বুঝবে কম্পিউটার চিপ
১৯ আগস্ট: মানুষের মস্তিষ্কের অনুভূতি বুঝতে সক্ষম কম্পিউটার চিপ আবিষ্কারের পথে এগিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম)। বর্তমান মাইক্রোপ্রসেসর উন্নয়ন সাধনের মাধ্যমে নতুন এই চিপটি উদ্ভাবনে ইতোমধ্যেই কাজ শুরু করেছে আইবিএম।
জানা গেছে, মানুষের মস্তিষ্কের কর্ম প্রক্রিয়ার সারসংক্ষেপের সঙ্গে জীববিজ্ঞান সম্পর্কিত বিষয়ের বিশদ গবেষণার মাধ্যমে এ চিপটি আবিষ্কার করতে সক্ষম হয়েছে আইবিএম মাইক্রোচিপ উন্নয়ন গবেষক দলের প্রধান ধর্মেন্দ্র মোধা।
তিনি জানান, ডিজিটাল সিলিকন সার্কিটের মতো এ চিপটি নিউরোবায়োলজি অনুসরণের মাধ্যমে কাজ করবে। তবে এজন্য চিপটিতে কোনো প্রকার স্নায়ুকোষ ব্যবহার করা হবে না।
তিনি আরো জানান, চিপটি সফলভাবে বাজারে আনার পরে এই চিপ সম্বলিত কম্পিউটার ব্যবহারকারীরা চিন্তা করামাত্রই তার ইপ্সিত প্রোগাম কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠবে। তাই নতুন এ চিপ সম্বলিত কম্পিউটারে আগে থেকে কোনো প্রোগ্রামই সেট করা থাকবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন