মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১২

নির্বাচনে ইভিএম ব্যবহারে অনিশ্চয়তা

বুয়েট-ইসি দ্বন্দ্ব
নির্বাচনে ইভিএম ব্যবহারে অনিশ্চয়তা
লিংকন মাহমুদ
ঢাকা, ১২ নভেম্বর: আসন্ন টাঙ্গাইল-৩, রংপুর এবং সব স্থানীয় নির্বাচনসহ জাতীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যলয়ের (বুয়েট) ইন্সটিটিউশন অব ইনফরমেশন-কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি (আইআইসিটি) ও নির্বাচন কমিশন সচিবালয়ের মধ্যকার দ্বন্দ্বে এ অনিশ্চয়তা দেখা দিয়েছে।  নির্বাচন কমিশন ও বুয়েটের সংশ্লিষ্ট বিভাগের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের সঙ্গে বুয়েটের সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। ইভিএম নিয়ে উভয় পক্ষের মধ্যে বিদ্যমান দ্বন্দ্বের বিষয়টি এতদিন চাপা থাকলেও এখন তা স্পষ্ট হয়ে ওঠেছে। নির্বাচন কমিশন টাঙ্গাইল ও রংপুর নির্বাচনে ইভিএম ব্যবহারের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত এর ব্যবহার নিয়ে হতাশায় ভুগছে স্বয়ং ইসি।

ইসি সূত্র জানায়, বুয়েটের সঙ্গে নির্বাচন কমিশনের কয়েকটি বিষয় নিয়ে দ্বন্দ দেখা দিয়েছে। এর মধ্যে ইভিএম মেশিনে দেশীয় ব্যাটারি ব্যবহার করা হবে নাকি বিদেশী ব্যাটারি, মেশিন তৈরির জন্য কারা টিম গঠন করবে, আগামী নির্বাচন পর্যন্ত কতগুলো ইভিএম মেশিন তৈরি করা হবে ইত্যাদি বিষয় নিয়ে ইসির সঙ্গে বুয়েটের সংশ্লিষ্ট বিভাগের মধ্যে দ্বন্দ প্রকাশ্য রুপ লাভ করেছে।

সূত্র আরো জানায়, নির্বাচন কমিশন আর্থিক বিষয়টি বিবেচনা করে দেশীয় ব্যাটারি ব্যবহারের প্রতি জোর দিচ্ছে। এ ব্যপারে তারা নীতিগত সিদ্ধান্তও গ্রহণ করেছে। কিন্তু বুয়েট বলছে দেশীয় ব্যাটারিতে ইভিএম মেশিন ব্যবহার সম্ভব নয়। প্রথম থেকেই বুয়েট চীনের একটি কোম্পানির ব্যাটারি ব্যবহার করছে। এখন হঠাৎ করে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে গেলে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ এ বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বুয়েটের সঙ্গে ইসির কিছু বিষয়ে দ্বিমতের কথা স্বীকারও করেন। এ সময় তিনি স্থানীয় নির্বাচনগুলোতে ইভিএম মেশিন ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউশন অব ইনফরমেশন-কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি (আইআইসিটি)’র অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইভিএম মেশিন তৈরির প্রথম থেকেই আমরা চীনের একটি ব্যাটারি ব্যবহার করছি। মেশিনের সার্কিট বানানো থেকে এ পর্যন্ত অন্য কোন ব্যাটারি আমরা ব্যবহার করিনি। তাই দেশীয় কোন ব্যাটারি ব্যবহারের অভিজ্ঞতা আমাদের নাই। কিন্তু এখন হঠাৎ করে ইসি বলছে দেশীয় ব্যাটারি ব্যবহারের কথা। যা একেবারেই অসম্ভব। তিনি বলেন, বর্তমানে ইসির হাতে মাত্র ১১শ’ মেশিন রয়েছে। এ মেশিনের জন্য যে ব্যাটারি লাগবে তার দাম মাত্র ১৪লাখ টাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন